তুমিহীন জীবন
তুমিহীন জীবন
এমন দিনে বড্ড মনে পড়ে 'তুমি',
যদিও এখন দূরত্বটাই জরুরি-
লুকিয়ে কাঁদা এখনও বহু ক্ষনের
নাম দিয়েছো সেদিনের সব মিথ্যে-শরিরী।
আজও কেবল খবর শুনেই শান্ত হই
বিশদে জানার সময় আছে কার?
ঠিক যেরকম যাওয়ার কথা হলো আমাদের
ভুল বোঝা,সময়ের ছিল দায়, স্রোতে নদী পেরোবার।
বয়ে গেছে পলিদের অতীত আর সময়ও
আমরা তাতে বীজ বুনতে শিখেছি চাষির মতো-
তবে কি জানো, জাতে আমি এখনও ছন্নছাড়াই আছি
ভুলতে গেলে যতটা পুড়তে হতো।
সব চোখে মন ফোটে রোজকার
গত রাতের ঘটনা জেনেও সে হাসে-
ভিক্ষে চাওয়া আমার সাজেনা,তা খুব ভালো জানি
যেমন তারারাও রাখেনি ধরে হাত, যে তারা গেল খসে।
তোমায় এখনও দিব্যি ভালোবাসি,
শেষ আলোটা নিভে যাওয়ার পরও
আসলে, এমন দিনে তুমিহীন জীবনটাও
মানিয়ে নিয়েছি যেভাবে সারে , 'মা' না ছোঁয়া জ্বরও।