টাকা
টাকা
টাকা আছে আমার একটা দিন,
আলোর মতন জ্যোতির্ময় ছিন।
যাইহোক, জীবনের দুঃখ ও সুখে,
টাকা আমার প্রিয় সঙ্গী সদা থুথুথুথু।
টাকা দিয়ে যাই মেটে আশা নিয়ে,
চেয়েছি সবাই আমার পাশে।
প্রাণে প্রাণ দিয়ে নিজেকে বেঁধে,
টাকায় মেলে মনের দাদাগুলি বিঁধে।
প্রকৃতির ছায়ায় ভরে দিনের নীল,
টাকা হল ভালবাসার মাঝে একটি রংধনু।
ব্যয় করি, সংগ্রহ করি, টাকায় বিচরণ করি,
চলছে জীবনের পথে আমার টাকার দুই পা।
কিছু টাকা দিয়ে হয় খুশি সুখী,
কিছু টাকা দিয়ে বাঁচি অভিজ্ঞ।
কিছু টাকা দিয়ে আমি কিছুটা ভাবি,
টাকা আমার সঙ্গে সদা আমার কবিতার লেখক।
তবুও চিন্তা রয়েছে আমার মনে,
টাকা নিয়ে যায় হয়তো বন্ধু চেনে।
পার্থক্য তৈরি করে আমার একটা সঙ্গী,
টাকা নিয়ে আমার কবিতা হল আমার বাংলা প্রতীক।
