তৃষ্ণা
তৃষ্ণা


নিবির নিরব দুপুরে, খসা পাতার মত শ্রীহীন মন,
ভেঙে কুচকে নিথর হয়ে কান্দে,কত শত বিস্বাদে।
ফুলের কোমল অন্তর শুষে,
নদী, পুকুরকে জলহীন করে,
মেঘের রাজ্য গরে সূর্য কতই অহংকারে।
সব গর্বকে ধূলিসাত্ করে,
মেঘের ইচ্ছা বিগলিয়া ঝরে,
তৃষাতুর এই ধরণীর তরে।
নদী, মাঠ, ঘাট ছিল মরে হায়,
নবজীবনের দিশা পেয়ে যায়,
আকন্ঠ সুধা পানে।
মেঘ, ধরণীর দেখা হয় শেষে,
কত শত বাধা পার হয়ে এসে,
চির শন্তি পায় চির সুন্দর,
এই মধুর আলিঙ্গনে।