জোনাকি
জোনাকি
1 min
9.6K
তমসাবৃত রাত্রি, আঁধারে আপ্লুত চরাচর।
তারি মাঝে স্ফুলিঙ্গের মতো কি যেন জ্বলে ওঠে একবার।
জ্বলে উঠে আবার নিভে যায়, কিন্তু সেই নেভা তো শেষ নয়।
আঁধারই বার্তা পৌছয়, আবার জোনাকি জ্বলবে, আবার আলোকিত করবে।
প্রজ্জ্বল করে হয়তো সে এক কনা আঁধার, কিন্তু জ্বলেে উঠবে সে আবার।