ত্রিযামা
ত্রিযামা
তোমাকে বলেছি, তোমাকে বলবো , তোমাকেই বলা যায়
তোমার স্পর্শ আমার এ বুকে স্বপ্নের সমবায়।
সেই যেখানে আকাশের গানে স্বপ্নমানবী হৃদয় করেছে জয়
অস্ত্রের ঘাতে আলোহীনা রাতে বিশ্বাস গুলো আজীবন নির্ভয়।
সেই যেখানে দুমুঠো শান্তি বুকে নিয়ে ভাসে অস্থির এ বাতাস
উতলা সময় অহল্যা তাই কবে পাল্টাবে মানুষের ইতিহাস।
যেখানে এখনো হাত বাড়ালে স্পর্শে উজান দোল দেয় কালো রাত
সন্ধ্যে হলে আকাশ উদাসী অবনত নেয় মাটির সংবাদ।
তেমন পৃথিবী অজানা নয় তো এমন স্বপ্ন দুজনেই গড়া যায়
তোমাকে বলেছি, তোমাকে বলবো , তোমাকেই বলা যায়-ত্রিযামা রাত্রি আবাহন করি অচেতন দুনিয়ায় ।।
