STORYMIRROR

Ayan Banerjee

Abstract Fantasy Others

3  

Ayan Banerjee

Abstract Fantasy Others

পড়শি

পড়শি

1 min
215

এমন কিছু একলা কোণে 

মুঠো হাতে চেষ্টা করি বাঁচার

শক্ত মুঠোয় পিছলে যাওয়া সময়

মনে পড়ায় অবাধ্য অনাচার ।


আশেপাশের আর পাঁচটা লোক

দিব্যি আছে শেওলা জীবন নিয়ে

হঠাৎ করে খামোকা উজবুক 

অতীত খুঁড়ছো স্মৃতির বেলচা দিয়ে।


তার চেয়ে বরং মাঠের ধারে বসে

প্রসন্ন হও - সাক্ষী সেজে থাকো 

ডুব দিয়ে দাও আধ-ভোলা সেই দিনে

পারলে কিছু স্মারক এঁকে রাখো। 


যে নিয়মে চলছে গাড়ীর চাকা

সে নিয়মে হয়তো তুমি বোকা 

কি এসে যায় নিয়ম-আচার জেনে

বাদ-বাকিটা না হয় আগুন-পাখা ।


দিব্যি আছি ভুলের ই মৌতাতে

এক ঘরেতেই বুড়ো সময় থাকে

আমরা দুজন হাত পা ঝাড়া লোক

দিন যাপনের আনন্দ স্বপাকে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract