STORYMIRROR

delete account

Abstract Romance Others

3  

delete account

Abstract Romance Others

তোমায় এত সুন্দর দেখতে

তোমায় এত সুন্দর দেখতে

1 min
203

তোমায় এত সুন্দর দেখতে,

ইচ্ছা করে তোমায় চুরি করে আমার সঙ্গে রাখি।

কিন্তু, আমার যে ঘর নেই-

তাই তোমায় আমার দুই চোখে গেঁথে রাখি।

তোমায় এত সুন্দর দেখতে,

ইচ্ছা করে তোমায় নিয়ে অনেক দূরে চলে যাই

সেখানে মনের মতো দিন কাটাই।

কিন্তু যাওয়ার জন্য যে টাকা পয়সা লাগবে আমার কাছে তো সেইসব কিছুই নেই- তাই তোমায় নিয়ে কল্পনায় ঘুরে বেড়াই।

তোমায় এত সুন্দর দেখতে,

তোমার এত রূপ যে, সত্যি অবাক হয়ে যাই।

ইচ্ছা করে তোমার সব রূপ আটকে রাখি, যা শুধু একা আমিই দেখব বিশ্বের অন্য কেউ নয়।

কিন্তু রূপ আটকানোর জন্য কোন্ তালা চাবির দরকার হয় তা আজও জানলাম না।

তোমায় এত সুন্দর দেখতে,

ইচ্ছা করে তোমাকে আমার শরীরের সাথে বেঁধে রাখি, আমার শরীরেরই অংশ করে নিই;

যাতে তুমি আমি পুরোপুরি মিশে থাকতে পারি।

কিন্তু এমন কোনো দড়ি বা আঠা খুঁজে পেলাম না- আমাদের আর একাকার হওয়া হলো না।

তোমায় এত সুন্দর দেখতে,

আমার কাছে তোমার চেয়ে বিশ্বের সপ্তম আশ্চর্য কিছুই নয়- ধুলোর মতো নগন্য!

তুমি এ বিশ্ব সূর্য চাঁদ লক্ষ লক্ষ তারা, এই সমগ্ৰ ব্রম্ভান্ডর থেকেও অত্যাশ্চর্য!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract