STORYMIRROR

Meherunnesha Mahima

Classics

4  

Meherunnesha Mahima

Classics

সোনালী স্মৃতি

সোনালী স্মৃতি

1 min
481

মোনে পরে শৈশবের সে দিন গুলি

সে সোনালী দিনের কথা।

মোনেপরে সে দিন যে দিন বন্ধু দের সাথে খেলা করা একসাথে বৃষ্টিতে ভিজে আনন্দ করা।

মোনে পরে?....

মোনে পরে সে দিনের কথা যে দিন তুমি মা-বাবার হাত ধরে প্রথম ইস্কুলে গিয়েছিলে।

একটা আইসক্রিম অথবা চকলেট খেতে খেতে বাসায় ফিরতে। 

মোনে পরে?.....

মোনে পরে বাবার সাথে মেলায় গিয়ে খেলনা কেনার বায়না কোরতে।

মোনে পরে সে দিন গুলি? 

আজ কোথায় সে দিন কোথায় আমি। 

রোয়ে গেছে শুধু সোনালী স্মৃতি..........। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics