STORYMIRROR

Meherunnesha Mahima

Inspirational Others

3  

Meherunnesha Mahima

Inspirational Others

সৌন্দর্য

সৌন্দর্য

1 min
315

আমি কুৎসিত হতে পারি, হয়তো সাধারণ আট পাঁচ টা মেয়ের মতো না। 

আমার গায়ের রং হয়তো গৌরবর্ণ না।

মুখভর্তি ব্রনের দাগ চোখের নিচে কালো দাগ, তবে আমার এতে কোন ক্লেশ নেই।

মানুষ কে কখনো তার গায়ে রং দেখে বিচার করার সাধ্য আমার নেই।

 কিসের এতো অহংকার আমাদের প্রাচুর্যের নাকি

তুমি দেখতে সুন্দর তোমার গায়ের চামড়া টা সারাজীবন এমন থাকবেনা।

  দামি মেকআপের ভাঁজে হয়তো ঢেকে রাখতে পারবে।

  সৌন্দর্যের নিদিষ্ট কোনো ব্যাখা হয় না।

   দামি গহনা পরতে হবে না, কানের পাশে না হয় একটা ফুল গুঁজে দিও।

   শুষ্ক ঠোঁট লিপস্টিক দিয়ে ঢাকতে হবে না।মোন খুলে হেসে দিলেই হবে।

   খামাকা বার্জিক সৌন্দর্যের মাঝে না হারিয়ে নিজের মোনকে সুন্দর করার চেষ্টা কর।

   আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন কর খুঁজে পাবে নিজের আসল মনুষ্যত্ব।

    সৃষ্টিকর্তার সৌন্দর্য কখনো অসুন্দর হতে পারে না। 

    আমি আমাতে আমার মতো সুন্দর। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational