বেলিফুল
বেলিফুল
তুমি শ্বেত তুমি বৃষ্টি ভেজা দিনের সেই শুভ্রতা।
তুমি নিজেকে নিজের সৌন্দর্যে আর মনমাতানো সুবাসকে বিলিয়ে দাও অন্যের মাঝে
বসন্তের সাথে যেমন মানুষের গভীর ভালবাসা ঠিক তেমনি তোমার সাথে।
তুমি হিনা বর্ষা বার্থহিন অমলীন।
রবীন্দ্রনাথ বলেছেন'' বৃষ্টি দেখতে হয় কদম্ব তলে।
তবে তুমি তোমার সুভাসে বৃষ্টিকে করো সুরভিত''।
