STORYMIRROR

Barun Chakraborty

Abstract Inspirational

4  

Barun Chakraborty

Abstract Inspirational

সন্ধানীরা সুযোগ খোঁজে

সন্ধানীরা সুযোগ খোঁজে

1 min
404


দৈর্ঘ্য-প্রস্থে কথায় কথায় বুঝিনা 

কথার মানে

কতরকম কত যে কথার ভাঁজ

 কথাতে ছড়ায় কি ভীষণ ঝাঁঝ 

অল্প-স্বল্প কথার মানুষ কত কথা আসে কানে

#

শোনো শোনো , বলছি তোমায় শোনো

যেখানে সেখানে, যা-খুশিতাই কথা

বলতে বলতে খেই, হারাচ্ছ অযথা কিসব কথা বলছো যার মানে নেই কোনো

#

দিনকে বলছো রাত, আর রাতকে বলছো দিন

কোন্ খেয়ালে এই খেলছো খেলা

সময় হোলেই শেষে বুঝবে ঠেলা

মিথ্যা কথার তালে-তালে নাচছো 

তাধিন্-ধিন্

#

ধুমধাম বাজছে শোনো প্রচারের ঢাক-ঢোল

 ফিস্ ফাস্ আর কানাকানি

গূঢ়রহস্য এর কত কী জানি 

এইকথা আর সেই কথাতে ফুটছে

মুখে বোল

#

চটাংচটাং কথার চাবুক যেমন চলে চলুক

কেউ কাছে নেই ধমক দেবার

 পা বাড়িয়ে সুযোগ লুটে নেবার 

 মুখের লাগাম ছিঁড়ে যে যা পারে বলুক-----


        


Rate this content
Log in

Similar bengali poem from Abstract