সময়
সময়
নদী যেমন কুল কুল করে বয়ে চলে
সময় ও সেরম ভাবে বয়ে চলে
ঘড়ির সেকেন্ডের কাটা যেমন একবারও থামে না
সময় ও সেরম কখনো থামে না
সূর্যকে চাইলেও যেমন আটকে রাখা যায় না
ও নিয়ম মতই ওঠে
নিয়ম অনুযায়ী অস্ত যায়
সময়কেও সেরকম আটকে রাখা যায় না
অন্যের কথা শুনে আমি যদি নিজের কাজ থেকে পিছিয়ে যাই
আমি সময়টাকেই হারিয়ে ফেলব
যা আর আমি ফিরেও পাবো না
যে পথেই আমি যাই না কেন
শুনতেই হবে আমায় অজস্র কথা
লোকের কথাতে চলা তাই....... একেবারেই ভ্রম
যা মন চায়
আমি সেই পথেই এগোব।
