স্মৃতির পাতা
স্মৃতির পাতা


হারানো দিনের গল্পেরা আজ লুকোয় কষ্টদের আড়ালে,
স্মৃতির ছোঁয়া ফিরে আসে বারবার আবার হাত বাড়ালে;
শৈশব হারিয়ে ব্যস্ত জীবনে শুধুই বিপন্ন অস্তিত্বের ঢেউ,
দিনশেষে নিঃসঙ্গ নীড়হারা পাখির খবর রাখে কী কেউ?
বাবা, স্মৃতিদের প্রশ্রয়ে তুমি জড়িয়ে প্রাত্যহিক অভ্যাসে,
আসা-যাওয়ার পথে সময়ের পদচিহ্ন মনের ক্যানভাসে;
স্মৃতির পাতায় যাপনচিত্ররা ঠিক এভাবেই নিভৃতে বাঁচে,
ঝলসানো চিতা পরাজিত আজও জীবন যন্ত্রণার আঁচে।