Dipanjan Maiti
Fantasy
কোনো তোমা স্মৃতিতেই
আমার.. ঠাঁই নেই,
তবে কি বর্তমান আমি?
ভুলচুক হয়ে যায়
আদুরে আবদুরে
স্বভাবেতে মন বিপথগামী।
যেন খোলা জানলায়
এখনো আকাশ তাই
ছাদ চেয়ে ঢুকে আসে ঘরে,
এমনই দিনে কোনো
বলেছিলে "বলা যায়"
তোমার কি আজও মনে পড়ে?
ইচ্ছেমোহনায়
স্মৃতি বিস্মৃ...
আমার দিন চলে যায় বালুকাবেলায় আমার দিন চলে যায় বালুকাবেলায়
গুহাচিত্র গুহাচিত্র
গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা
মুক্তির স্বাদ মুক্তির স্বাদ
কালবৈশাখী বার্তা নিয়ে যাক। হাজার ঝগড়া হলেও তোমায় চাই । কালবৈশাখী বার্তা নিয়ে যাক। হাজার ঝগড়া হলেও তোমায় চাই ।
বন্ধুর পথ বন্ধুর পথ
ইচ্ছে ইচ্ছে
স্নিগ্ধ রূপ স্নিগ্ধ রূপ
শিরোনাম লিখতে চেয়েছি শিরোনাম লিখতে চেয়েছি
নিরুদ্দেশ নিরুদ্দেশ
ছাদনাতলায় ছাদনাতলায়
সুবাসিত প্রভঞ্জনে সুবাসিত প্রভঞ্জনে
বুড়ি বুড়ি
কটিকানা কটিকানা
প্রকৃতি পর্যায় প্রকৃতি পর্যায়
বন্ধু রাসেল বন্ধু রাসেল
চোরাঘূর্ণি চোরাঘূর্ণি
সংকোচ সংকোচ
বসন্ত বসন্ত
সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি