স্মৃতি বিস্মৃতি
স্মৃতি বিস্মৃতি


কোনো তোমা স্মৃতিতেই
আমার.. ঠাঁই নেই,
তবে কি বর্তমান আমি?
ভুলচুক হয়ে যায়
আদুরে আবদুরে
স্বভাবেতে মন বিপথগামী।
যেন খোলা জানলায়
এখনো আকাশ তাই
ছাদ চেয়ে ঢুকে আসে ঘরে,
এমনই দিনে কোনো
বলেছিলে "বলা যায়"
তোমার কি আজও মনে পড়ে?