শরৎকালের মেঘ
শরৎকালের মেঘ
সবচেয়ে যেটা ভালো লাগে এখন,
শরৎকালের মেঘ❞তার সাথে যে লুকিয়ে থাকে,,
ঝড়ময় আবেগ।
বাতাশ গুলো বয়ে চলে,
তীব্র অনুভূতি,
একটুকু বৃষ্টি ভিজি
ক্ষুদ্র আকুতি।
খুটিনাটি গুটিশুটি সবই হয় বৃষ্টিতে,
অনুভূতি জাগায় মনে তীব্র কোনো দৃষ্টিতে।
বুকের ভেতর জাগে কতো
অচেনা আশা,
❝বৃষ্টি ,মেঘ আর বাতাসের প্রতি
অজানা ভালোবাসা।❞
.
