শিশু মন
শিশু মন


যন্ত্রমানব গডবে বলে সদাই হট্টগোল
জুতো মোজা পায়ে শিশু
দিচ্ছে ইঁদুরদৌড
সেরা সেরা খেলছে সদা
মুখে ফোটেনি বোল
লুকোচুডি ভুলেছে সে যে
ভুলেছে দোলনার দোল
মা বলেন, আমার বুলি
বলে তুমি তোতাপাখী হবে
আনন্দসুখ পাবো তখন
রোবট যবে হবে
সহজ সরল স্বচ্ছ সতেজ
মন তুচ্ছ করে
গডছ কেন যন্ত্র?
কেনো কেনো নিলে কানে
এ বিষের মন্ত্র
সাধারণ আমি
সাধারণ তুমি মা
সাধারণ প্রাণের ছোঁযা
অমূধন পাই শুনে
কেমন আছিস খোকা?