STORYMIRROR

Piyali Tripathi

Abstract Fantasy Others

3  

Piyali Tripathi

Abstract Fantasy Others

শব্দও এমন সংক্রামক হতে পারে!

শব্দও এমন সংক্রামক হতে পারে!

1 min
166

অসৎ ভর্ৎসনা করে চলে সৎ শব্দকে 

শূন্যতা বুকে থেমে যায় চলমান বাক্যেরা।


কোথাও বোবা-কালা শব্দশ্রমিক লুকিয়ে কাঁদে,

লিখতে না চাওয়ার অভিনয় করে চলে অবিরত।


শব্দের খুন হয়, আত্মহত্যার পথ খোঁজে কবি-

চোখের জল মুখোশ আঁটে একগাল রম্যরচনায়!


নীরবতা ভেঙে অলক্ষ্যেই উড়ে যায় কাব্যভ্রমরা

নিঃশেষিত শব্দগুচ্ছ নিয়ে ফেরে তৃষ্ণার্ত কলম


কে জানত রোগের মতো শব্দও এমন সংক্রামক হতে পারে!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract