STORYMIRROR

Gopa Ghosh

Abstract

2  

Gopa Ghosh

Abstract

সবুজ বন্ধু

সবুজ বন্ধু

1 min
159

আমার ছোট্ট ঘরের জানালেতে

এক সবুজ বন্ধু থাকে,

তার নতুন পাতা তির তিরিয়ে কাঁপে,

যেনো খেলা করে হাওয়ার সাথে।

যেনো বলতে চায় এ ধরাতে,

আমিও চাই সবুজ হয়ে থাকতে

তোমরা আর মেতো নাকো

এমন সবুজ ধ্বংসে

সবুজ টাকে বাঁচিয়ে রেখো

তোমাদেরই স্বার্থে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract