স্বাধীনতার রজত জয়ন্তীবর্ষ
স্বাধীনতার রজত জয়ন্তীবর্ষ
1 min
824
এই পুণ্য তিথিতে
স্মরণ করি তাঁরে~
যারা দেশের জন্য, প্রাণ দিল অকাতরে।
যারা দেশের জন্য করেছে লড়াই,
শির সদা করি উচ্চ ~
হেনেছে আঘাত, শত্রুর বুকে -
মৃত্যুকে করি অতি তুচ্ছ ।।
যারা শত বাধা তথা শত বিপদেও,
Advertisement
চিত্ত তাদের অটল।
স্বাধীনতাকে ধ্রুবতারা করি
তাঁরা প্রতিজ্ঞা অবিচল।
তাঁরা নির্ভীক, তাঁরা র্দুদম,
তাঁরা মানে নাই কোন শৃঙ্খল।
স্বাধীনতা আনি, করিয়াছে তাঁরা
দেশের মুখ উজ্জ্বল।।
~~~~~●~~~~~