স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে


স্বাধীনতা মানে নিজের খুশি,
দেশকে যেন ভালোবাসি।
স্বাধীনতা মানে মুক্ত আকাশ,
বুক ভরে নেওয়া তাজা বাতাস।
স্বাধীনতা মানে মুক্ত পাখি,
কিঁচির মিঁচির মিছে ডাকাডাকি।
স্বাধীনতা মানে ইচ্ছে কবিতা,
বলা না বলা যত রূপকথা।
স্বাধীনতা মানে খুশি আমার,
খুশি তোমার,খুশি সবার।