STORYMIRROR

Samiul Fardous

Abstract Tragedy Classics

4  

Samiul Fardous

Abstract Tragedy Classics

সব ঠিক হয়ে যাবে

সব ঠিক হয়ে যাবে

1 min
328


আজ পাহাড়ের বুকে বৃষ্টি নেমে আসুক

ধুয়ে যাক সকল একাকিত্ব! 

দলাপাকানো তিক্ত স্মৃতির বেড়াজালে আবদ্ধ 

স্মৃতির ফাঁদ পেরোতেই চার দেয়ালের বন্দি দশা।


গাড়ির চাকায় চেনা পরিবেশ শত মাইল পেছনে ফেলে

নিজেকে নতুন করে গড়ার আশায় শতবার ভাঙি।

হাজার পদাচারণের মাঝে অন্ধ চোখে হাত ছড়াই

অস্তিত্বের টুকরো গুলোকে একত্র করার আশায়।


দাঁতে দাঁত চেপে মুঠোফোনে মিথ্যা আলাপ চলে

বাচার তাগিদে রুচিহীন অন্ন দু মুঠো রোজে।

অমৌসুমে চোখের কোণে শিশির কণা জমে

কবিতার পাতা ভিজে যায়


মিথ্যে আশ্বাস -

আর কয়টা দিন সব ঠিক হয়ে যাবে!


বিচিত্র মানুষ, বিচিত্র মুখ

বিচিত্র মুখের ভাষা।

বিচিত্র আমি, বিচিত্র সবই

বিচিত্র ওঠা বসা।


তবু আজ রাতে বৃষ্টি নেমে আসুক

একাকিত্বের তরে কবর খুড়ুক

কিছু না হোক বিরহকেই সঙ্গী করে

কবিতাদের সাথে আড্ডা জমুক।


সব ঠিক হয়ে যাবে 

সত্যিই ঠিক হয়ে যাবে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract