Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Santanu Patra

Fantasy Romance

3  

Santanu Patra

Fantasy Romance

রাত এবং তুমি

রাত এবং তুমি

1 min
9.8K


‍একটা হলুদগন্ধ পিদিম রঙের রাত।


রেডিওটা, রবীন্দ্র সঙ্গীতে ক্লান্ত।


হ্যারিকেনের পলতে পোড়া গন্ধ, ময়ূরকন্ঠী শাড়ি।


লালচে আলোটা তোমরা টাটকা সিন্দুঁরকে খয়েরি করেছে।


খড়ির কারুকার্য গাল, আপেলের মতো মসৃন, চকচকে।


অতর্কিতে চুমু।


চুমুর প্রতিশোধস্পৃহায় তোমার ঠোঁট আরবি ঘোড়ার মতো ধেয়ে আমার দিকে।


দুজনের আঙুলের মাথায় আলিঙ্গন।

সময়, আলনায় ঝুলে।


প্রজাপতি ডানার মতো বিছানায়, দুটো উদ্ভিদ।


অতঃপর, কুহেলিকা যখন ছুঁই ছুঁই জানলা।

আঙুলে আলতো করে, এলোমেলো চুল গুলো সাজাতে সাজাতে বলবো,

"কী গো ঘুম এল.? "


Rate this content
Log in

More bengali poem from Santanu Patra

Similar bengali poem from Fantasy