পূরক
পূরক


ছোটোবেলায় খাট, দড়ি,জটলা ইত্যাদি দেখলেই!!!
প্রশ্ন জাগত তারপর কি হয়???
গল্পদাদু হাত জোড় করে বলতেন
"পরপারে চলে গেল,পেন্নাম কর "
তারপর সেই দাদু বলতেন
"আজ সন্ধ্যের পর একা একা বেরোবি না..."
শহরটা তখনো বৃদ্ধাবাসে পরিণত হয় নি,
আর মৃত্যু গুলোও তখন জীবিত ছিল।
শ্মশানে ঘোরার বাতিক দেখে সেই দাদু বলতেন
"এ যে একেবারে সাক্ষাৎ শিব"
মিথ্যা বলব না শ্মশানে ঘুরতে আমার ভালোই লাগত.....,এখনো লাগে।
নাঃ তখনো সরকারি চাকরির মতোই
মৃত্যুর ও একটা নিশ্চয়তা ছিল....,তাই মৃত্যু গুলো তখনও জীবিত ছিল।
তারপর একদিন একচেটিয়াভাবেই
সেল্ফ স্পন্সর্ড স্কিম পুরো ব্যাবস্থা কে ধীরে ধীরে গিলে খেল
মৃত্যু আর মৃত্যু না থেকে,হয়ে দাঁড়ালো "আত্মহত্যা"
অলিখিত বিজ্ঞাপনে বাজার ছেয়ে গেল
" মাত্র পাঁচ টাকায় পরপারে পুনর্বাসন "
এই সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে!!!!!
আরেক রকম স্কিম ও ছিল
" স্পনসর্ড বাই আদার " গোদা বাংলায়
"পরের ঘাড় ভেঙে পরপারে যাত্রা" মৃত্যু এক্ষেত্রে হয়ে দাঁড়ালো হত্যা।
মৃত্যুর কৌলিন্য আর থাকল না।
সময়ের নিয়মে সময় এগিয়েছে
রাজপথের অস্থিরতাও বেড়েছে,
"মানবতা কি উধাও,নাকি!!!!" ভাবতে ভাবতেই
হঠাৎই আবছা আলোয় সেই গল্প দাদুর সাথে দেখা....
দাদু বললেন....
" শক্তি না থাকলে সবই শব।"
আমি অনুভব করলাম"শ্বেতগোলাপ না থাকলে.