পুরানো স্মৃতি
পুরানো স্মৃতি


আজ মনে পড়ে সেই পুরনো দিন গুলি
নির্জন রাতে একা একা গান শুনে পড়া ,
আর মনের মধ্যে থাকা অজস্র কল্পনা নিয়ে কারোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলা ।
আজ সময় আছে তুবুও নেই
মন আবার ফিরে যেতে চাই সেই কল্পনার দেশে
তখন কষ্ট পেলেও এখন মিষ্টি লাগে সেই অনুভূতিতে
আজ সময় আছে তুবুও নেই ।