STORYMIRROR

Anand Kumar

Drama Fantasy

4.5  

Anand Kumar

Drama Fantasy

| প্রথম প্রেম |

| প্রথম প্রেম |

1 min
12K


কোকিলের ডাকে, ডাকে প্রথম প্রেম 

ময়ূরের নাচে, নৃত্য করে প্রথম প্রেম ।

শ্রাবনের মেঘের সাথে, আকাশ ছেয়ে যায় প্রথম প্রেম 

কাল বৈশাখীর সাথে মিলে, বিদ্রোহ করে প্রথম প্রেম ।

হাওয়ার মতো, বিশ্ব সারা বয়ে যায় প্রথম প্রেম 

ফুলের মতো, চারিদিক সুগন্ধিত করে তোলে প্রথম প্রেম ।

আমার কবিতায় গায়ে, তোমার প্রথম প্রেম 

তোমার হাঁসি তে হাঁসে, আমার প্রথম প্রেম । ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama