পরস্পর
পরস্পর


ছায়া আর মায়া... বড় অদ্ভুত দুটো নাম;
বিষমবস্তুও বটে|
দুটি বিপরীতধর্মী অনুষঙ্গ,
একজন কাঁদলে অন্যজন হাসে,
আমি নিরাকার অবয়ব সেজে ওদের সাথে নাচি,
খুলে রাখি ঘুঙুর|
পা মেলানোর অজুহাত খুঁজতে খুঁজতে একদিন ওরাও সুর তাল লয় বুঝে যাবে, মিশিয়ে নেবে দৈহিক সত্ত্বায়|
আমি সেদিন শরীরে নক্ষত্র গেঁথে নিয়ে উর্ধ্বপাতিত হবো,
পেরিয়ে যাবো ভৌগলিক সবকটা স্তর|
মোক্ষলাভ ছেড়ে যাবে মায়াকে,
ছায়া কাটিয়ে উঠবে নির্ভরতা|
আমি মহাকাশ বুনে নেবো খোলা নগ্ন পিঠে ।