STORYMIRROR

Swarnali Dutta

Fantasy Others Children

2  

Swarnali Dutta

Fantasy Others Children

প্রকৃতির আশীর্বাদে

প্রকৃতির আশীর্বাদে

1 min
158

উঠিয়াছে ঘনমেঘ , করিছে গুরুগুরু ; 

বসুধারে ঢাকিয়াছে , এ কেমন সুন্দরের শুরু !

 

ব্রজ্র যেন নামিয়া আসিল ইন্দ্রের হস্ত বহিয়া , 

স্তব্ধ যেন জীব ও জড় তাহার দীপ্তি দেখিয়া ; 

অকস্মাৎ শুরু হইল প্রবল বাতাস , 

তরুগণের শুরু হইল আনন্দে উচ্ছ্বাস ; 

যাহা ছিল ধুলাবালি সবি উড়িয়া চলিল , 

তাহা দেখি নারীগণ কপাট বন্ধ করিল ;

শিশুগণ আম কুড়াইতে চলিল বাগানেতে , 

প্রবল খুশিতে তুলিল নাচিতে নাচিতে ; 

সারি বাগান ভরিয়া উঠিল আমেতে ছড়াছড়ি , 

কিছু ফাটিয়া গিয়াছে, কিছু লইয়া মারামারি ; 

এইবার যেন আকাশ ভাঙিয়া পড়িল , 

শিশুগন তাহা দেখি ঘরেতে ছুটিল ;

যাত্রা পথে পদ পিছলাইয়া পড়িল ধুপধাপ , 

আম সহ বস্ত্র কর্দময় হইল ছুপছাপ ।


ময়ূর নাচিছে তাহার পেখম মেলিয়া,

চাতক করিছে পান তৃপ্তি ভরিয়া ; 

স্বর্গের বারি যেন বহিছে ধরাতে, 

ধরণীর সকল তাপ শুষিছে স্নেহেতে;

অবশেষে বারিধারা থামিল সুবাদে , 

মালিন্যমুক্ত হইল ধরা প্রকৃতির আশীর্বাদে


 




Rate this content
Log in

Similar bengali poem from Fantasy