পরিস্থিতি
পরিস্থিতি
পৃথিবীর আজ গভীর অসুখ
বেঁচে থাকাটাই আশ্চর্য!
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়'
পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি আজও।
কবিতার সময় আজ নয়
কাব্য আজ বিলাসিতা।
অস্তিত্ব আজ চরম সঙ্কটে..
যুদ্ধ...
অস্ত্র হীন যুদ্ধ...
অদৃশ্য শত্রুর সাথে।
মারণ যুদ্ধে মরছি আমরা
কম পড়ে গেছে সাড়ে তিন হাত ভূমি
রাস্তায় আজ লাশের মিছিল
মহী আজ শ্মশান ভূমি।
যুদ্ধ এখানেই শেষ নয়
আরো আছে বাকি।
রুটি রুজি নিয়ে লড়তে হবে
স্রষ্টার সাথে যুঝি।
জানিনা এরপর কত বসন্ত
কাটবে 'খাদ্যের সারিতে প্রতীক্ষায়'।
তবে ভাবিস না,অমৃতের পুত্র মোরা।
এর থেকে কত বড়ো বড়ো যুদ্ধে
ভালে পরেছি জয়ের টিকা।
জীবনকে এনেছি ছিনিয়ে।
হাতে হাত রেখে ,কাঁধে কাঁধ দিয়ে
খুব লড়ে যেতে হবে এরপর।
তাহলেই মহী হেসে উঠবে
জনকোলাহলে ভরে উঠবে চারিধার।
