পরিহাস
পরিহাস

1 min

203
প্রিয় ডাইরি,
সভ্যতার আড়ালে কত
প্রাণ করেছো হত,
প্রকৃতি আজ শোধ নিয়েছে
দিয়েছে কত ক্ষত।
মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত পাখির ঘর,
তোমার জন্য অভিসম্পাদ
নিরীহ প্রাণীর জন্য বর।
বুঝতে যদি আগেই এটা
সর্বনাশের আভাস,
হয়তো মানুষ বাঁচতো এক ই
সৃষ্টি হতো না এই ত্রাস।
সময় আছে শুধরে যাবার
হয়তো আছে সুযোগ,
সাবধানতা মানলে
পৃথিবী মুক্ত হবে রোগ।