প্রেম এসেছিল
প্রেম এসেছিল
কবিতার মায়াজাল ছিলো তার
ঠোঁটের হালকা হাসিতে
নদীর মতো ম্লান উজ্জ্বলতা
ছিলো তাঁর চোখের চাহুনিতে।
প্রেম এসেছিল আমার জীবনে
এই চঞ্চল মনে
একদিন পালাশ বিকেলে আর
গোধূলির সন্ধিক্ষণে।
তবে পারি কোন দিনো বলতে
তাকে সে বলতে কোন শরৎ প্রাতে।
রাখাতে পরি নি তার হাত এ হাতে।
কোন নক্ষত্র ভরা রাতে।
শুধু এক গোপন দীর্ঘশ্বাসে
রেয়ে গেছে সে
এ মনের গোপন কোনে।
প্রেম এসেছিল গোপনে
কোনদিন এ জিবনে।।।,,,,
