প্রেম এমনি
প্রেম এমনি
আমার প্রেম এমনি,
তুমি মারা গেলেও,এই ভালোবাসা কমবে না।
তুমি থাকো না থাকো,
তোমার স্মৃতি আমার মধ্যে থাকুক বা না থাকুক
আমার প্রেম এমনি,
তোমাকে মনে করেও কাঁদবে না।
প্রেম যে তার সাথেই সম্ভব যে চিরজীবী
সেখানে আমি,তুমি কেউই থাকবো না
তোমাকে জড়িয়ে,আদর করে,ভালোবেসে
আমার কোনো লাভ নেই,এইসব পাগলামো
ছাড়া,অন্য কিছু না।
আমার প্রেম এমনি
ভালোবাসার জন্য কিছুই,কিছুই লাগে না,
না তোমায়,না তোমাকে
শুধু আমাকে লাগে
যে বলে ভালোবাসি
সেই যে নিজের প্রীতির প্রমাণ
না হলে,এই পৃথিবীও তার প্রেমের সাক্ষী হবে না।

