প্রাণ বায়ুর জমা খরচ
প্রাণ বায়ুর জমা খরচ
রাম রতনের হালখাতাতে
হিসেব সোজা ব্যাঁকা
জমা খরচের প্রতি পjতা
লাভ কালিতেই লেখা।
বাণিজ্যে তার বসে মা লক্ষ্মী
তারই দয়ার দান,
ভেবেই আহ্লাদে আটখানা হয়
রাম রতনের প্রাণ l
একদিন এক আজব ব্যাপার
রাম রতনের দ্বারে ,
ডাক্তার এক বাক্স সাথে
ডাকে তার নাম ধরে!
রাম রতন হে, বাড়ি আছো?
এসেছি অনেক দূর,
দাও দেখি জল একটি গেলাস
আর একটু গুড় !"
ঘুমের ঘোরেই রামরতনের
লাগল মাথায় পাক
অনেক যেন চেনা সুর
দিচ্ছে তাকে ডাক !
এল কে বা রাত ভোরেতে
সব যে আঁধার জড়ায়
ভোর যে সবে শয্যা ছাড়ে
রাতের চাদর সরায়!
আলো আঁধারের সন্ধি কালে
দুয়ার খুলে দেখে
মুচকি হাসি গোঁফের তলায়
বড়দা দাঁড়িয়ে আছে !
কত কালের চেনা মানুষ
মিললো গলে দুজন।
যমদা হেসে বলে "রতন তোমার,
ওজন বাড়লো ক’ মণ ?”
বিনয় গলে রতন বলে
ইস বড়দা লজ্জা দিলে এমন
মা লক্ষ্মীর কৃপায় আমার
বেড়েছে ধন জন ! "
রাম রতনের নজর এবার
গেল দাদার বাক্সে
বলল "আরে এইটা আবার
ধরে কেন রইলে? "
এসো বসো আয়েশ করে
বাক্স রাখো পাশে
যম দা বলে "খেপেছো ভাই
সময় নেই যে হাতে !"
কিসের এত তাড়া তোমার?" শুধায় রতন তারে
যমদা বলে "রতন ভায়া বুঝতে কিছু পেলে ?
তোমাকে নিয়ে ফিরব আমি
ভোরের আলোর আগে I"
কিসের যেন প্রচন্ড চাপ
বুকে ব্যথা ওঠে
প্রায় কুপোকাত রতন ভায়া
যমের কথা শুনে !
প্রাণবায়ু তার শরীর থেকে
প্রায় বেরিয়ে যায
রতন বলে হে যম দাদা
বাঁচার কি উপায় ?”
যম সত্তর বাক্স খুলে
ওষুধ বেছে নেয়
ইন্জেকশন সিরিঞ্জ ভরে
রাম রতনকে দেয় l
যম তারে কয় "বাঁচতে চাস ?
তবে যা বলছি কর,
প্রাণ বায়ুর এক ব্যাংক খুলেছি ,
অ্যাকাউন্ট খোল সত্বর I”
অবাক রতন যমের কথায়
লাগল বেজায় দ্বন্দ্ব ,
মন বললো বুদ্ধিটা গুরু
ফাঁদে নি তো মন্দ !
সসম্মানে রতন তখন
পায়ে ধরে দাদার বলে
“বড়দা দোষ নিও না
স্বভাবটা নয় যাবার l”
কেমন তোমার প্রাণ বায়ু ব্যাংক
জানতে বড়ই ইচ্ছে
কত রকম সার্ভিস বা
তারা আমাদের দিচ্ছে ?
কিঞ্চিৎ ভেবে যম দা এবার
বসল ফরাস পর
একটা নাড়ু মুখে দিয়ে
বুজল দুটি চোখ l
“শোন দিয়ে মন রতন তবে
দুইটা খুলে কান”
রতন বলে “শুনছি আমি।
যা বলতে চান l”
“সঞ্চিত রাখ প্রাণ বায়ু তোর
কিছুটা আমার কাছে।
এবার আমি লোন দেব তাই
যে খুশি নেয় নেবে l
১০% ইন্টারেস্ট রেট
ডিপেন্ডিং অন ডিউরেশান
এটা আমার স্লোগান
আমি ছড়াব সব নেসন !
লাভ সাগরে ডুব দিয়ে তুই
একাই পাবি পার ?
প্রাণবায়ু না থাকলে খাতায়
কে আপন কে বা পর l
তার থেকে তুই খরচা কর
লাভের গুড়ের কিছু
আগে ভাগেই কিনে রাখ
প্রাণ বায়ু বেশ কিছু l
বাঁচ না যত চাইছে মন
বেশি কিংবা কম
চিন্তা কিসের , আছি পাশে
নামটা আমার যম l”
WRITTEN BY - NANDITA DASGUPTA
