STORYMIRROR

PARAMITA BASAK

Abstract

4  

PARAMITA BASAK

Abstract

পলান্ন কালিয়া সংবাদ

পলান্ন কালিয়া সংবাদ

1 min
3

পলান্ন কালিয়া সংবাদ


খাবার টেবিল মাঝে মাছের কালিয়া কয়,

একসাথে আছি মোরা হইয়ে গরিমা ময়,

পলান্ন কালিয়া মিশে অমৃতের ঘ্রান 

কেউ ছোট বড়ো নই দুজনে সমান।

শুনে হাসে পলান্ন বলে কহ কি 

আমার গরিমা বাড়ে সাথে দিলে ঘি, 

তার সাথে কিসমিস যদি কাজু হয় 

তাতেই পূর্ণ আমি নেই কোন ভয়।

মাছের কালিয়া কহে সে কি কভু হয় 

মিলে মিশে থাকি মোরা তবে পাই জয়, 

একা যদি পলান্ন থাকে পাত পাশে

তাহলে কি কখনোই জিভে জল আসে। 

মিলেমিশে আছি মোরা কালিয়া পোলাও 

তাই তো পলান্ন তুমি সমাদর পাও, 

শুনে বলে পলান্ন কিযে হাসি পায়

কালিয়া কি কখনো একই স্থান পায়।

যত হোক লোভনীয় যত রসময় 

সঙ্গী ভিন্ন তুমি কিছু ই যে নয়, 

তুমি পরগাছা করো কিসের বড়াই 

আমার গরিমা আমি নিজেই বাড়াই। 

হেসে বলে কালিয়া সত্যি তা বটে 

ঘি কাজু কিসমিস সঙ্গে তে জোটে, 

তবে তুমি সেজে ওঠো পরে সব গয়না 

এসব ছাড়া তো আর পলান্ন হয় না। 

তাই বলি ভেবে দেখো মিলে হাতে হাতে 

খাবারে তৃপ্তি আনি মোরা একসাথে, 

মিলেমিশে হাতে হাতে সব কাজ হয় 

একা হলে দুর্বল একত্রে জয়। 

পোলাও কালিয়া দুয়ে মিল হলো শেষে 

খাবার তৃপ্তিময় হলো অবশেষে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract