ফিরতে চেয়ে
ফিরতে চেয়ে
সেদিন আকাশে চাঁদ দেখতে পাইনি আর,
অজস্র পথ হেঁটেও ঘরে ফেরার গান ভুলে গিয়েছিলাম
চারপাশে ছিটিয়ে থাকা তারাগুলো ছিল গল্পে মগ্ন
আমাকে পথ দেখায় নত ঘাসেরা,
যাদের সাথে বন্ধুত্ব ছিল শিশিরের।
বটতলার বুড়ো সেলুনেও মাছি উড়ে বেড়ায়
কেউ কোন একদিন জ্বালিয়েছিল সন্ধ্যাপ্রদীপ
স্নিগ্ধ শিখা অনেক ছায়ারাজ্যের ক্লান্তিতে বিষণ্ণ,
কার্নিশে পায়রাদের সংগ্রাম লিখে রাখে
প্রতিদিন আসা যাওয়া করা আলো।
সায়াহ্নে আর ওমের গন্ধ চোখে পড়ে না
নদীরাও প্রবল কোলাহলে ফিরে গেছে ঘরে
আমি চলছি শুধু, খুঁজে নিয়ে বিচ্ছিন্ন পাথেয়
দেখি যার যেখানে থাকার কথা ছিল,
সবাই একযোগে হয়েছে কবে দলছুট।
