STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy

পাথর

পাথর

1 min
151


সেদিন একদল তরুণকে গড়েরমাঠে বসে গাছ আঁকতে দেখছিলাম

 হয়তো কোনো সাহিত্যসভাঘরে উঠতি কবির বইপ্রকাশ ছিল।

হয়ত এসব থেকে অনেক দূরে, আপনার মশারীর ওপর জোনাকিরা জিইয়ে রাখছিল আক্রোশ 


আমি দেখছিলাম সবই


আমি নীরব দর্শক ...

একটা জগদ্দল পাথর আমার বুকে শুয়ে থাকে রোজ

তার নিশ্চলতা দেখে অবাক হই, 

ভাবি , টালিগঞ্জ থেকে টালা হয়ে মেটিয়াবুরুজ বা নন্দনের ওপর কি এর কোনো মোহ নেই? 


...নাছোড় চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে ক্রমাগত। 


আসলে, যতটা প্রতীক গুটিয়ে থাকে অতীতের কার্নিশে 

আমরা হয়তো ততটুকুই নিংড়ে নিয়ে দৌড়তে থাকি ...


ওদিকে দালানকোঠার ঠান্ডাপাথরগুলো কিভাবে যেনো ভবিষ্যৎ দেখে নেয় প্রতিদিন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract