STORYMIRROR

Soma Dutta

Romance Others

3  

Soma Dutta

Romance Others

পাহাড়ি ঝর্ণা

পাহাড়ি ঝর্ণা

1 min
986

ওগো পাহাড়ি ঝর্ণা

তুমি স্নিগ্ধ আর পবিত্র যেমন মধুপর্না,

তুমি রূপবতী নিরহঙ্কারী

তাই নিজ গুণে তুমি ধন্যা ।

যে পাহাড় হতে ঝর ঝরিয়ে

পড়েছ ধরণী মাঝে,

সেই পাহাড় একদিন লুকিয়ে রেখেছিল

তোমায় বুকের খাঁজে।

তারপর এল ধরণীর পালা

রাতদিন এক করে,

ডাক দিল তোমায় কতো শত বার

ভালোবাসার সুরে,

সেই ডাককে উপেক্ষা করার

সাহস ছিল না তোমার

তাই তো তুমি বেরিয়ে এলে

পাহাড়ের বুক চিরে।

আছড়ে পড়লে ধরণী হৃদয়ে

প্রেমের নদী হয়ে,

তোমার স্পর্শে প্রকৃতি ধন্য হলো

সব মলিনতা গেল ধুয়ে।

ধরণী আর নদীর অসম ভালোবাসা

সমতা পেলো বুঝি,

সেই প্রেমের ধারা দেখে অভিভূত

  কত কবি হৃদয় ছন্দ মেলালো খুঁজি।

ওগো পাহাড়ি ঝর্ণা

তুমি সত্যিই অপরুপা

নাই তোমার কোন তুলনা।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance