STORYMIRROR

Soma Dutta

Romance Others

3  

Soma Dutta

Romance Others

মনের গোপন কথা

মনের গোপন কথা

1 min
244

মনে মনে গোপনে লুকিয়ে রেখেছি

           তোমাকে না বলা কথাগুলো

বলবো বলবো করে বলতে পারিনি

     কিভাবে বলবে মন লজ্জা পেলো।

শুধু তোমার ও দুচোখের তারায়

      যখন আমি আমার মুখটা দেখি,

তখন অদ্ভুত এক অনুভুতি জাগে মনে

 চোখটা সরিয়ে নিয়ে নিজেকেই দিই ফাঁকি।

তুমিও তো কখনও নিজের মুখে

           বলোনি আমায় ভালোবাসো ,

শুধু কখনও কখনও আড় চোখে চেয়ে দেখো

      আবার আমার কথা শুনে মুখ টিপে হাসো।

আমিও লুকিয়ে কতবার তোমায় আড়চোখে দেখছি

                  তুমি তা জানো না,

তবে অনেক হয়েছে এই লুকোচুরি

         এভাবে মনের কথা গোপনে রাখতে পারছি না।

একদিন ঠিক সাহস করে

        মনের গোপন কথা বলেই দেবো,

ভালোবাসা দিয়ে তোমার মন জয় করে নিয়ে

    চিরকালের তরে তোমায় বুকে টেনেই নেবো।



Rate this content
Log in

Similar bengali poem from Romance