নতুন আমি
নতুন আমি


এই আমি কে আমি চিনি না
কোথায় ছিল সুপ্ত,
আমার আমি লুকিয়ে ছিল
হয়ে অবলুপ্ত।
বিশ্বময় বিভীষিকা
বাঁচার লড়াই সবার,
তার ই মাঝে খুঁজে পেলাম
আমার আমি আবার
এই আমি তেই বিস্মিত তাই
কোথায় পেলাম খুঁজে,
এত কাল তো হারিয়ে ছিল
চোখ টি নিজের বুজে।
এই আমি কে আমি চিনি না
কোথায় ছিল সুপ্ত,
আমার আমি লুকিয়ে ছিল
হয়ে অবলুপ্ত।
বিশ্বময় বিভীষিকা
বাঁচার লড়াই সবার,
তার ই মাঝে খুঁজে পেলাম
আমার আমি আবার
এই আমি তেই বিস্মিত তাই
কোথায় পেলাম খুঁজে,
এত কাল তো হারিয়ে ছিল
চোখ টি নিজের বুজে।