STORYMIRROR

Md. Navid Rijoane

Romance

1  

Md. Navid Rijoane

Romance

নশ্বরতার খেলায়

নশ্বরতার খেলায়

1 min
200


তুমি বা আমি অথবা পৃথিবী,

সবাই যেমন নশ্বর,

ঈশ্বরের ইচ্ছেমত বল অথবা খেলায়।


যেভাবেই হোক এই নশ্বরতায়

থাকুক কিছু সময়

শুধুই তোমার-আমার।


দীর্ঘ আলিঙ্গনে, নয়ত তীব্র চুম্বনে,

পথজুড়ে হাত ধরে হাটায়

অথবা কেবল চোখে চেয়ে থাকায়।



তবু কাটুক কিছু সময় এই নশ্বরতায়,

আর সময়ের শেষ অবধি,

ঈশ্বরের ইচ্ছেমত বল অথবা খেলায়।


Rate this content
Log in