নশ্বরতার খেলায়
নশ্বরতার খেলায়

1 min

200
তুমি বা আমি অথবা পৃথিবী,
সবাই যেমন নশ্বর,
ঈশ্বরের ইচ্ছেমত বল অথবা খেলায়।
যেভাবেই হোক এই নশ্বরতায়
থাকুক কিছু সময়
শুধুই তোমার-আমার।
দীর্ঘ আলিঙ্গনে, নয়ত তীব্র চুম্বনে,
পথজুড়ে হাত ধরে হাটায়
অথবা কেবল চোখে চেয়ে থাকায়।
তবু কাটুক কিছু সময় এই নশ্বরতায়,
আর সময়ের শেষ অবধি,
ঈশ্বরের ইচ্ছেমত বল অথবা খেলায়।