নিয়তি
নিয়তি
বাতিল হতে আর কতটুকু সময়ে লাগে!
মাটির ভিতর কণা, কণার ভিতর জল
শুকিয়ে আসে, বিপ্লবও থমকে যায় এসে।
মাটিরও কান্না আছে, দুঃখ আছে অণুজীবের
বোঝে ক'জন? সবটাই কি এড়িয়ে যাওয়া?
না! না! দুরন্ত দিক বোঝে না, ভেঙে দেওয়া
বস্তু থেকে মানুষ, মানুষ থেকে অমানুষ
কিছুই বোঝে না....
সময়ে পেরালে ব্রাত্য হয় মুহূর্ত, মুহূর্ত হয়
পুরাতন, পুরাতন হয় স্মৃতি,
আর স্মৃতি! সে তো কালের নিয়ম,
ভাঙে গড়ে, আবার ....
নিজের মতোই বাতিল হয়..।।