নিবাস
নিবাস


হাঁক দিয়ে যাই,
সাথে পাছে আসেনি কেউ;
হৃদয়ের চৌকাঠ পেরিয়ে
আসেনি কেউ।।
আমার মলিন জামার উপর
দূঃখ দূঃখ আলপনা দেখে
ফিরে গেছে সেই সব সুখী মানুষ -
যাদের দূঃখ
কখনও স্পর্শ ও করে না।।
প্রত্যাশী নই এবেলায়,
যা হারাই তা ফিরে পেতে
এজীবনে আমার
আর কোন সংগ্রাম নেই;
ইচ্ছার মৃত্যুতে আমি নই
শোকাহত আপন আধাঁরে।।