STORYMIRROR

Abhijit Chaudhuri

Abstract

3  

Abhijit Chaudhuri

Abstract

নৈঃশব্দের

নৈঃশব্দের

1 min
81


কোভিড তুমি যখন এলে

আমি টের পাইনি,টেরিলিন শার্ট,,

পুরোনো বেলবট্স,

পৃথিবী চাইল পুরোনো সব কাহিনি

বিনির্মাণ কবর থেকে উঠছিল অসময়,

নৈঃশব্দের শীত মেরুদণ্ড বেয়ে ।

কোভিড তুমি ভেবেছিলাম

থাকবে পক্ষকাল

কিন্তু অনন্ত জুড়ে তোমার প্রচ্ছায়

শকুন তাকিয়ে রয়েছে

শবের গুণিতকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract