মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে!
ভীষণ মনে পড়ে,
তোমার কথা -
ছোট্টো সংসারটা
তুমি আর মা মিলে
সাজিয়ে ছিলে।
যে যাই বলুক
দুই মেয়ে সন্তান
নিয়েই খুশি ছিলে।
কোনোদিন "না" শুনিনি,
আমাদের চাহিদা হোক বা,
মা-র আবদার।।
মনে পড়েনা,
কোনো ফরমায়েশ
ছিল কী তোমার?
মনে পড়ে!
তোমার সাইকেলের আগে
বসে বাজার বেড়ানো।
তোমার হাত সরিয়ে,
সাইকেলের ঘন্টি বাজানো।
মাছ বাড়িতে এনে,
মাথা বোনের, লেজা আমার।
মাকে মনে করানো।
পুজোর বাজারে দিনভর
আমাদের সাথে বেড়ানো।
মনে পড়ে!
আমার বিয়ের প্রস্তুতিতে
তোমার সুগার বাড়ানো।
সুখ দুঃখের মিশ্রণে
নিজেকে হারানো।
বিদায় বেলায়,
চোখের জল মুছানো।
মনে পড়ে!
তুমি বলতে,
তুমি অবসর হলে,
চা আর আরাম কেদারা,
অফিসের থাকবেনা তাড়া।
খাবার দাবার, ঘুরাফেরা।
নাতিন দের
বায়না পূরণ করা।
মনে পড়ে!
সপ্তাহ দুই ধরে
আই সি ইউ র বেডে থাকা।
তোমার পায়ের কাছে
রাত দিন বসে থাকা।
তোমার অস্পষ্ট কথা গুলো,
করুন দৃষ্টিতে আমাকে দেখা।
কখনো কখনো ভয়ে
আমার হাত চেপে ধরে রাখা।
মনে পড়ে!
সেই রাতে
কাপা কাপা হাতে
আমার মাথায় হাত দিয়েছিলে।
অস্পষ্ট কথায়,
মা বোনকে দেখে রাখিস
বলেছিলে।
দায়িত্ব গুলো বুঝিয়ে
শেষ নিশ্বাস নিয়েছিলে।
মনে পড়ে!
তোমার অবসরের
সুখ গুলো হলোনা।
চায়ের কাপে আরাম কেদারায়,
তোমায় দেখা গেলোনা।
