মেয়েবেলা
মেয়েবেলা
মেয়েবেলা সে তো নয় শুধু ছেলেখেলা
তার মাঝে লুকিয়ে আছে কত
স্মৃতি র মেলা।
কিছু ভালো কিছু মন্দ
সব কিছু র সমাগম,
কিছু মন্দ কিছু ভালো
কিছু আশা মনোরম।
মেয়েবেলা সতত সুখময়
তা ও কি আবার হয়,
দুঃখ কষ্ট সব ই থাকে ধরা
ঠোটে তবু থাকে হাসি।
কষ্ট বুকে রাশি রাশি
মুখ তবু হাসি দিয়ে ভরা,
তবু আশা রাখে বুকে
বাঁচে অল্প অল্প সুখে
মেয়েবেলার অল্প অল্প প্রাণ।