মা
মা
আমার কাছে আমার মা, আমার জীবন।
মা আমার পূর্ণিমা রাতের চাঁদ।
মা আমার কাছে প্রথম শিহিরণ,
আমার কাছে মা আমার জোৎস্না- রাত।
মা হলো দিগন্ত যাওয়া সূর্যের আলোয় পুনর্জীবন পাওয়া নদী,
আর আমি হলাম তার দুষ্ট রথী।
মা , হলো আমার জীবনের আয়না,
কিন্তু আমি সবসময় করি বায়না।
মা হল আমার জীবনের শিক্ষক,
এই আমি হলাম তার দিক্ষক।
মা হল আমার উপন্যাস,
আর আমি হলাম তার শেষ নিঃশাস।
মা হল আমার মহাকাব্য,
আর আমি তার চির হয়ে থাকবো।