কথা-শেষে নীরবতা
কথা-শেষে নীরবতা
পৃথিবীর সমস্ত কথা একদিন নিছক শব্দ হয়ে থেকে যাবে!
হাওয়ায় তখন খেলা করবে ঝাঁকে-ঝাঁকে কালো তীর|
চারিদিকে অসংখ্য অভিধান তুমি খুঁজে পাবে, অথচ তোমার কথার মানে বুঝবে না কেউ!
তুমি উন্মাদ হয়ে যাবে, চিৎকার করবে, বাড়ি মাত করবে, আমায় করবে দোষারোপ!
রেগে যাবে! চলে যাবে তারপর! তুমি এলেমেলো, ছন্নছাড়া, উদ্ভ্রান্ত হয়ে এদিক-ওদিক হাতড়াবে,
খুঁজবে, অভিধানগুলো তছনছ করে দেবে, তবুও তোমার কথার মানে বুঝবে না কেউ!
তোমার উচ্চারিত শব্দের কোনো প্রতিবিম্ব শুনতে পাবে না কেউ,
সমস্ত তরঙ্গ নিছক ভোঁতা ঠোঁট সেজে থাকবে, তুমি বিরক্ত হবে, বোবা হয়ে যাবে শেষে!
ছেঁড়া অভিধানের অসংখ্য শব্দ অকারণে ভেসে বেড়াবে হাওয়ায়|
পৃথিবীর শেষ কথাগুলোও নিছক শব্দ হয়ে থেকে যাবে! শব্দের নতুন পরিচয় 'নিঃশব্দ' হয়ে যাবে!
