করোনা ভাইরাস মুক্তির টেকনিক
করোনা ভাইরাস মুক্তির টেকনিক


একখণ্ড সবুজের মাঝখানে সাদা মিনার অঙ্কিত হোক
সেখানে লেখা থাকুক 'মুক্তির একমাত্র পথ বিজ্ঞান'।
সফেন সুনীল সায়রজলের অম্লীয় রাসায়নিক সঙ্কেত ভেঙ্গে
বিধৃত করা হোক অ্যামিবয়েড চলচ্ছক্তিযুক্ত আয়ন
তাতে প্রবন্ধ হোক 'মুক্তির একমাত্র পথ বিজ্ঞান'।
সীমাহীন আকাশের মেঘদলে যুক্ত হোক বিযুক্তির অসীমতা
হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডনের নিষ্ক্রিয়তাকে সাক্ষী রেখে
উৎকীর্ণ করা হোক 'সকল সমস্যার সমাধান বিজ্ঞান'।
আদিগন্তবিস্তৃত শস্যখেতের লাঙ্গলবিহীন অংশকে জমির
খণ্ডবিখণ্ডকরণবিধিমুক্ত করে সম্মিলিত সমাজবদ্ধ করে
র়চিত হোক নতুন সংবিধান 'সব সমস্যার সমাধান, দিতে পারে বিজ্ঞান'।
জাজিরাতুল আরব থেকে নেওয়া হোক সবঅ মুঅল্লকাত
ইম্রাউল কায়েস থেকে তারাফা বিন আল আদ, সবাকে প্রণাম।
হিন্দুস্তান থেকে বাল্মীকির বৈদগ্ধ্যঘৃত রামায়ণ
দেবরাজ জিউসের একপাশ কেটে বের করা হোক মহাত্মা সক্রেটিস
অগ্নিবিদারী ওনাদের সত্যভাষণকে প্রীতি জানিয়ে সদর্ভে
ঘোষণা করা হোক 'বিজ্ঞানই সত্য, সর্বোচ্চ সত্য, সর্বাগ্রে সত্য'।