STORYMIRROR

Nurul Mostafa Kamal Zafari

Classics

4  

Nurul Mostafa Kamal Zafari

Classics

চট্টগ্রামী ভাষার জয়গান

চট্টগ্রামী ভাষার জয়গান

1 min
297

বাঙালি জাতির ভাষা বাংলা,

আসামী জাতির ভাষা অহমীয়া,

সিলেটী জাতির ভাষা সিলেটী,

চট্টগ্রামী জাতির ভাষা চট্টগ্রামী। 


চট্টগ্রামী ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হোক, হবে, হতেই হবে। 


ইচ্ছেমতন ডাকতে পার আমায়,

চট্টগ্রাম, চাটগাঁ, চট্টলা, চট্টল, চাটগাম, চাডিয়া, চিটাং, চিটাগং;

তোমার মন যা চায় তা,

যাবার বেলায় খেয়ে যেও মেজবান, নিয়ে যেও মিষ্টি পান। 


চট্টগ্রামী ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হোক, হবে, হতেই হবে। 


আমার মাতৃভাষা চট্টগ্রামী, 

আমি চট্টগ্রামী, জাতে; 

আমি চাডি ভাষায়; চট্টগ্রামী, চাডি, চিটাইংগা, চাটগাঁইয়া, চট্টলী; চট্টলার বীরপুরুষ; 

নারীদের মন ভোলাই মইশখালীর পান খেয়ে। 


চট্টগ্রামী ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হোক, হবে, হতেই হবে। 


আমার বাংলা উচ্চারণ ভুল, নো টেনশন;

আমার ইংরাজি উচ্চারণ ভুল, নো টেনশন; 

চট্টগ্রামী আমার মাতৃভাষা, তা তো সঠিক, হক হক বলি;

নোয়াম চমস্কির মত বা জন আব্রাহাম গ্রিয়ারসনের মত।


চট্টগ্রামী ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হোক, হবে, হতেই হবে। 


জয় হোক সকল মাতৃভাষার,

জয় অক আরার চাটগাঁইয়া বাঁষার। 


চট্টগ্রামী ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হোক, হবে, হতেই হবে। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics