কর্ম
কর্ম
ভোর হলো উঠে পরো
কি হবে আর ঘুমিয়ে,
কাজ সেরে ফেলো
যেতে হবে পারি দিয়ে।
রান্নাপাটি হয়ে যে গেছে
তৈরি হয়ে যাও,
যেতে হবে অনেক দূর
এবার পারি দাও।
অন্যকিছু বলছিনা আমি
কাজের কথা,
দিনে যাই রাত্রি আসি
গায়ে যে আমার বড্ড ব্যাথা।
কষ্টের কথা বলিগো
মা কাকে,
পুরুষ মানুষ যে আমরা
বাবা ও একথা জানত আগে।
বুঝতে দেয়না কিছুই
আমার কষ্ট হয়না,
এটা কি পুরুষ দের মানায়
একাজ আমার সয়না।
কাজ তো আছে অনেক
বেকার সময় দিতে রাজি,
চ্যালেঞ্জ কজন ছুড়ে দিতে পারেএই কাজটা
স্বপ্নটার জন্য আমিও দিতে পারি বাজি।
আসলে মানুষ সবই জানে
তবু করে ভয়,
আশার আলো না জাগলে
সূর্য কিভবে হবে উদয়।
লক্ষ কে সরিয়ে দিয়ো না সফলতা ঠিক পাবে,
নিজেকে খুঁজতে সেখো নাহলে পোকাই খাবে।
সফলতার আনন্দ তুমি কি বুজবে,
না বোঝার আনন্দ নিয়ে তারাই তোমায় খুঁজবে।
