"কিছু সময় রেখো হাতে"
"কিছু সময় রেখো হাতে"


তোমাকে বলে গেলাম কিছুটা সময় রেখো হাতে.
যদি দেখা হয়, ফিরে চাও,সেই অকাল নিবন্ত আবদ্ধ রাতে।
খামখেয়ালী এই পথ চলা,কাজ শেষে এবার ফেরার পালা
অগোছালো ডায়রীর পাতা,বুঝে নিও অসমাপ্ত কিছু কথা,
কিছুটা সময় রেখো হাতে, হঠাৎ যদি ধাক্কা লাগে বুকে,
একবার দেখো ঘুরে,শেষ ইচ্ছে দিয়েছি তোমার দিকে ছুড়েI
হাতে রেখো হাত, আশ্বাস নাই বা দিলে শুধু রেখো দীর্ঘশ্বাস,
আলিঙ্গনে জড়িয়ে শোনাবে আহত হৃদস্পন্দনের কাতর ডাক।
একবার হয়তো উঠবো জেগে, নিশ্চিত শ্বাস স্মিত হেসে,
বলবো আবার আসব ফিরে,অন্তহীন হয়ে .....